টুলকিট সম্পর্কে আরও জানতে ভিডিওটি দেখুন
নারীর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোভিড-১৯ সংকট ব্যবস্থাপনা টুলকিট হলো ওয়ান স্টপ শপের মতো। অনিশ্চিত সময়ের জন্য পরিকল্পনা তৈরি এবং পরিবর্তন মোকাবিলায় তাদের যে সরঞ্জাম ও সম্পদ দরকার তার রশদ এখানে পাওয়া যাবে।
টুলকিটের মূল উদ্দেশ্যগুলো হলো:
টুলকিটের ব্যবহার
কোভিট-১৯ টুলকিট দুই ভাগে বিভক্ত:
পর্ব ১: টিকে থাকা এবং পুনরুদ্ধারের কর্ম পরিকল্পনা ক্যানভাস (আরআরএপি / র্যাপ ক্যানভাস)
সঙ্কটের সময়ে চৌকস এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য তৈরি একটি ব্যবসা পরিকল্পনা টুলস।
পর্ব ২: রিসোর্সেস বা সম্পদ
সংশ্লিষ্ট সব ওয়েবিনার, আদর্শ ব্যবসা কৌশল টেমপ্লেট এবং প্রয়োজনীয় অতিরিক্ত রিসোর্সের কার্যকর লিঙ্কসমুহ।
ব্যবসায়িক মূল্যায়ন ও পরিকল্পনার টুলস হলো র্যাপ (আরআরএপি) ক্যানভাস, যা কোভিড-১৯ সংকটের সময় দ্রুত ও দক্ষ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে নারীর মালিকানাধীন ব্যবসাকে (ডব্লিউওবি) সহায়তার জন্য তৈরি করা হয়েছে।
একটি পরিপূর্ণ র্যাপ ক্যানভাসকে সঙ্কটের সময়ে ডব্লিউওবি-র জন্য একক সার্বিক পথ নকশা হিসেবে কাজ করতে হবে। কোথায় কী ব্যবসা আছে সে তথ্য এতে থাকতে হবে। তারা কোন পথে এগুতে চায় তার নির্দেশনা থাকতে হবে। বাধাগুলো মনে রাখতে হবে এবং সেখানে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিতে হবে।
ক্যানভাস ডাউনলোড করুন:
সংকট ব্যবস্থাপনা (এই লিঙ্কের সব কনটেন্ট ইংরেজিতে পাবেন)
আর্থিক পরিকল্পনা (এই লিঙ্কের সব কনটেন্ট ইংরেজিতে পাবেন)
সরবরাহ ব্যবস্থপনা (এই লিঙ্কের সব কনটেন্ট ইংরেজিতে পাবেন)
ব্যবসায়ী সম্প্রদায় (এই লিঙ্কের সব কনটেন্ট ইংরেজিতে পাবেন)
কৃষি (এই লিঙ্কের সব কনটেন্ট ইংরেজিতে পাবেন)
পর্যটন (এই লিঙ্কের সব কনটেন্ট ইংরেজিতে পাবেন)
বস্ত্র ও পোষাক (এই লিঙ্কের সব কনটেন্ট ইংরেজিতে পাবেন)
বিজনেস স্ট্র্যাটেজি কোভিড-১৯ বাংলাদেশ (ব্যবসা কৌশল, কোভিড-১৯ বাংলাদেশ)
নারীর মালিকানাধীন ব্যবসাকে সহায়তা দিতে ডিজিটালাইজেশন হলো শিট্রেডস কমনওয়েলথ প্রকল্পের দ্বিতীয় ধাপের মূল অংশ। সে ক্ষেত্রে আগ্রহী ডব্লিউওবি-রা আমাদের তালিকাভুক্ত অনলাইন প্রশিক্ষণের যে কোনোটির জন্য নিবন্ধন করতে পারে এখানে (এই লিঙ্কের সব কনটেন্ট ইংরেজিতে পাবেন)।
ব্যবসা মূল্যায়ন ফর্ম
ব্যবসা পরিকল্পনা ও কৌশল টেমপ্লেট
যোগাযোগ: stcommonwealth@intracen.org
* আপনার ই-মেইলের বিষয় শিরোনামে আপনার দেশ, আপনার পুরো নাম এবং কোম্পানির নাম লিখতে ভুলবেন না।